Song: Amito Ekdin Chole Jabo
Cast: Shabnur, Bapparaj & Amit Hassan
Singer: Andrew Kishore
Lyrics & Music: Ahmed imtiaz Bulbul
Movie: Bhulona Amay
Director: Wakil Ahmed
Production: Golden Movies
Label: Anupam
Amito Ekdin Chole Jabo Lyrics By Andrew Kishore:
আমিতো একদিন চলে যাবো
বেধে রাখা যাবে না
অনেক দূরে, হারিয়ে যাবো
কোথাও খুঁজে পাবে না না
আমিতো একদিন চলে যাবো
বেধে রাখা যাবে না
অনেক দূরে, হারিয়ে যাবো
কোথাও খুঁজে পাবে না
কেন মিছে মায়া বন্ধনে
আমায় বন্ধু তুমি জড়ালে
এতো ভালোবেসে কেন বলো
আমার হৃদয় তুমি ভরালে
কেন মিছে মায়া বন্ধনে
আমায় বন্ধু তুমি জড়ালে
এতো ভালোবেসে কেন বলো
আমার হৃদয় তুমি ভরালে
আমিতো একদিন চলে যাবো
বেধে রাখা যাবে না
অনেক দূরে, হারিয়ে যাবো
কোথাও খুঁজে পাবে না না।
এই অন্তরে, ফুলেরি বাসরে
কত যতনে, রেখেছি তোমারে হা হা
এই অন্তরে, ফুলেরি বাসরে
কত যতনে, রেখেছি তোমারে
আমাকে তো পাবেনা দুহাত তুমি বাড়ালে
কেন মিছে মায়া বন্ধনে
আমায় বন্ধু তুমি জড়ালে
এতো ভালোবেসে কেন বলো
আমার হৃদয় তুমি ভরালে
আমিতো একদিন চলে যাবো
বেধে রাখা যাবে না
অনেক দূরে, হারিয়ে যাবো
কোথাও খুঁজে পাবে না না।
তুমি ভুলোনা, ভুলোনা আমায়
লিখ নামটি, স্মৃতির পাতায় আ হা
তুমি ভুলোনা, ভুলোনা আমায়
লিখ নামটি, স্মৃতির পাতায়
বড় প্রেমের জ্বালায় আছে এই কথা জানে সকলে
কেন মিছে মায়া বন্ধনে
আমায় বন্ধু তুমি জড়ালে
এতো ভালোবেসে কেন বলো
আমার হৃদয় তুমি ভরালে
আমিতো একদিন চলে যাবো
বেধে রাখা যাবে না
অনেক দূরে, হারিয়ে যাবো
কোথাও খুঁজে পাবে না না
আমিতো একদিন চলে যাবো
বেধে রাখা যাবে না
অনেক দূরে, হারিয়ে যাবো
কোথাও খুঁজে পাবে না
কেন মিছে মায়া বন্ধনে
আমায় বন্ধু তুমি জড়ালে
এতো ভালোবেসে কেন বলো
আমার হৃদয় তুমি ভরালে
কেন মিছে মায়া বন্ধনে
আমায় বন্ধু তুমি জড়ালে
এতো ভালোবেসে কেন বলো
আমার হৃদয় তুমি ভরালে।