Song: Ami Roja Rakhte chai
Singer : Tahsin & Tashrif
Lyric & Tune : Muhammad Badruzzaman
Record Label : Holy Tune Studio
Sound Design : Mahfuzul Alam
Recordist : Asad Uzzaman
Video Director : H Al Hayadi
Ami Roja Rakhte Chai Lyrics By Tahsin And Tashrif:
আমাকে শক্তি দাও
আমি রোজা রাখতে চাই
আমাকে দাও ফিখদা
তোমার ভালবাসা পেতে চাই
ও আল্লাহ আল্লাহ আমি ছোট
আমার দোয়া কবুল করে নাও
আমাকে শক্তি দাও
আমি রোজা রাখতে চাই।
শেহরীতে জাগবো আমি
বাবা মায়ের সাথে
মজার মজার খাবার খাবো
আপু ভাইয়ার সাথে
আমার এ ইচ্ছেটাকে
কবুল করে নাও।
ও আল্লাহ আল্লাহ আমি ছোট
আমার দোয়া কবুল করে নাও
আমাকে শক্তি দাও
আমি রোজা রাখতে চাই।
ইফতারিতে সুখে বিলাবো
অনাথ শিশুর মুখে
পড়বো সালাত সবার সাথে
আনন্দ আর সুখে।
আমার এই স্বপ্নটাকে
কবুল করে নাও।
ও আল্লাহ আল্লাহ আমি ছোট
আমার দোয়া কবুল করে নাও
আমাকে শক্তি দাও
আমি রোজা রাখতে চাই।