O Sathi Amar Lyrics (ও সাথী আমার) Khalid Hasan Milu :
Song: O Shathi Amar Tumi Chole Jeona
Cast: Shabnur, Bapparaj & Shakil Khan
Singer: Khalid Hassan Milu
Lyrics & Music: Ahmed Imtiaz Bulbul
Movie: Amar Ontore Tumi
Director: M. M Sarkar
Producer: Dulal Talukdar
Label: Anupam
O Sathi Amar Bengal Song Lyrics In Bangla :
ও সাথী-আমার
তুমি কেন চলে যাও,
ও সাথী আমার
তুমি কেন চলে যাও,
ও সাথী আমার
তুমি কেন চলে যাও,
কি দোষ করেছি
এ কথা বলে যাও
ও সাথী আমার
তুমি কেন চলে যাও
কি দোষ করেছি
এ কথা বলে যাও
ও সাথী-আমার
তুমি কেন চলে যাও
দেখো,এতো রাগ ভালো নই
রাগলে,তোমাকে লাগে ভয়
আমি,কাছে আর আসবো না
তোমায়,ভালো আর বাসবো না
কথায় কথায় তুমি কেন এতো জলে যাও
ও সাথী আমার
তুমি কেন চলে যাও
কি দোষ করেছি
এ কথা বলে যাও
ও সাথী আমার
তুমি কেন চলে যাও
আমি,তোমাকে ছাড়বো না
থাকতে,একা যে পারবো না
না না,ভেংঙনা আমার মন
আমি,তোমার খুব আপন জন
মিষ্টি মিষ্টি কথা আমায় একটু বলে যাও
ও সাথী আমার
তুমি কেন চলে যাও
ও সাথী আমার
তুমি কেন চলে যাও
কি দোষ করেছি
এ কথা বলে যাও।