মেঘলা সময় ( Meghla Somoy) Belal Khan Lyrics



Meghla Somoy Belal Khan

Song : Meghla Somoy
Album : Shat Jonnom
Tune : Belal Khan
Singer : Belal Khan
...................... : Musfiq Litu
Label : Cd Choice
Lyric : Robiul Islam Jibon






মেঘলা সময় কাটেনা,কোথায় আছো তুমি?
ভালবাসার বৃষ্টি জলে,একাকী ভিজি আমি? (২)
এতবেশি অভিমান বেধে রেখ না,তুমি ছাড়া আমি একা,
সে কি জানো না?
ওওও এতবেশি অভিমান বেধে রেখ না,তুমি ছাড়া আমি একা,
সে কি জানো না?

বাতাসে ভাসিয়ে মন,আছি তোমার আশায়!
কখন কাছে এসে জড়াবে ভালবাসায়? 
ওওও বাতাসে ভাসিয়ে মন,আছি তোমার আশায়!
কখন কাছে এসে জড়াবে ভালবাসায়? 
তোমাকে ছাড়া আমি আর যে কারো না!!

এতবেশি অভিমান বেধে রেখ না,তুমি ছাড়া আমি একা,
সে কি জানো না?
ওওও এতবেশি অভিমান বেধে রেখ না,তুমি ছাড়া আমি একা,
সে কি জানো না?

হৃদয়ের আকাশ নীলে,মেলে সুখের ডানা!
দুঃখে থাকো যদি,বলো যায় কি মানা?
ওওও হৃদয়ের আকাশ নীলে,মেলে সুখের ডানা!
দুঃখে থাকো যদি,বলো যায় কি মানা?
তোমাকে ঘিরে আমার যত ভাবনা!!

এতবেশি অভিমান বেধে রেখ না,তুমি ছাড়া আমি একা,
সে কি জানো না?
ওওও এতবেশি অভিমান বেধে রেখ না,তুমি ছাড়া আমি একা,
সে কি জানো না?

___________________________________________ (ভোরের শিঁশিঁর
Previous
Next Post »