Amito Vala Na Vala Loiya Thaiko Lyric (আমিতো ভালা না ভালা লইয়াই থাইকো) Kamruzzaman Rabbi
Song: Ami To Vala Na Vala Loiyai ThaikoSinger: Kamruzzaman RabbiLyrics & Tune: Titu Pagol ( টিটু পাগল )Flute: Saeed Hasan BabuMusic: Ankur Mahamud
Bengali Lyrics
অতীতের কথা গুলো
পুরনো স্মৃতি গুলো
অতীতের কথা গুলো
পুরনো স্মৃতি গুলো মনে মনে রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
অতীতের কথা গুলো
পুরনো স্মৃতি গুলো
অতীতের কথা গুলো
পুরনো স্মৃতি গুলো মনে মনে রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
♪♪♪♪♪
তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা
তোমারে না পাইলে জীবন হয়ে যাবে বৃথা
আমার হয়ে যাবে বৃথা
ও তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা
তোমারে না পাইলে জীবন হয়ে যাবে বৃথা
আমার হয়ে যাবে বৃথা
অন্তরে না রাখলেও
অন্তরে না রাখলেও মুখে মুখে রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
♪♪♪♪♪
একা আমি পড়ে ছিলাম বুকে টেনে নিলে
বুকে টেনে নিয়ে কেনো এতো ব্যাথা দিলে
আমায় এতো ব্যাথা দিলে
ও একা আমি পড়ে ছিলাম বুকে টেনে নিলে
বুকে টেনে নিয়ে কেনো এতো ব্যাথা দিলে
আমায় এতো ব্যাথা দিলে
জিন্দা থাকতে না ডাকিলেও
জিন্দা থাকতে না ডাকিলেও মইরা গেলে ডাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
♪♪♪♪♪
মাহবুব ভেবে বলে মায়ের কোলেই ভালা
মায়ের কোল ছেড়ে দেখি
সংসারেতে জ্বালা ( দয়াল )
সংসারেতে জ্বালা
ও মাহবুব ভেবে বলে মায়ের কোলেই ভালা
মায়ের কোল ছেড়ে দেখি
সংসারেতে জ্বালা ( দয়াল )
সংসারেতে জ্বালা
দুনিয়ার সবাই ভালা
দুনিয়ার সবাই ভালা তাগোই বুকে রাইখো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো
_______Thanks _______