ভিজে চোখ দেখা হোক
পায়ে জল মেখে রাত শুয়ে থাক
হম..
ছুঁয়ে দিক জলে চোখ দেখা হোক
হম..
রাত-দুপুর হঠাৎ আলাপে
হম..
কথার পাল্কি নামে এ ঘাটে
ভিজে চোখ দেখা হোক
উষ্ণতা ভিজে, এয়েছে নিজে
মায়াতে.. জড়াতে..
চুলে আঙুলে মোচা ঠোঁট
নেশা চোখ দেখা হোক
থোতে-থোতে ছুঁয়ে দিন, অন্তহীন
লা লা..
পাশ ফেরা কথা-রা, বেচারা
হম..
দূর-আবাস আকাশ, পেরিয়ে
কথা জাহাজ একা দাঁড়িয়ে..
ভিজে চোখ দেখা হোক
কিছু না ভেবে
যা খুশি থাকতে
দিতে চায় নিজেকে
ভুলে মশুলে লাগা ছট
ব্যথা চোখ দেখা হোক
ভিজে চোখ দেখা হোক
ভিজে.. ভিজে চোখ দেখা হোক
শিল্পীঃ অর্পণ কর্মকার ও প্রস্মিতা পাল