প্রেমের সমাধি ভেঙে লিরিক্স
প্রেমের সমাধি ভেংগে
মনের শিকল ছিড়ে
পাখি যায় উড়ে যায়
প্রেমের সমাধি ভেংগে
মনের শিকল ছিড়ে
পাখি যায় উড়ে যায়
তোমার পাবো না জানি
শুধু চোখের পানি দিয়ে
গেলে আমায়
তোমার পাবো না জানি
শুধু চোখের পানি দিয়ে
গেলে আমায়
আমার হৃদয় ভেংগে যায়
কোন অপরাধে আমার প্রেমের
তরী অকুলে ভাসালে
কোন অপরাধে আমার প্রেমের
তরী অকুলে ভাসালে
আমি ছিলাম তোমার চোখের মনি
কেন আধারে ডুবালে
তুমি যায় চলে যায়
শুধু শ্রীতি রেখে যায়
তোমার শ্রীতি স্বরনে
বেচে রব জীবনে আমি
চোখের জলে
তোমার পাবনা জানি
শুধু চোখের পানি দিয়ে
গেলে আমার
আমার হৃদয় ভেংগে যায়
চেয়েছিলাম আমি হৃদয় তোমার
সুখের প্রদীপ জ্বালাবো
চেয়েছিলাম আমি হৃদয় তোমার
সুখের প্রদীপ জ্বালাবো
সুখে যদি থাকো
আমি শত দেখে হেসে যাবো
তুমি যায় চলে যায়
শুধু শ্রীতি রেখে যায়
তোমার শ্রীতি স্বরনে
বেচে রব জীবনে আমি
চোখের জলে
প্রেমের সমাধি ভেংগে
মনের শিকল ছিড়ে
পাখি যায় উড়ে যায়
তোমায় পাব না জানি
শুধু চোখের পানি
দিয়ে গেলে আমায়
আমার হৃদয় ভেংগে যায়